নারায়ণগঞ্জে টিয়ারশেলের ধোঁয়ায় আহত ১০ স্কুল শিক্ষার্থী

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২২, ১৪:১১ | আপডেট : ১০ মে ২০২৫, ০২:৫৮

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশের সংঘর্ষে পুলিশের ছোড়া টিয়ারশেলের ধোঁয়ায় আহত হয়েছেন নগরীর মর্গান গার্লস স্কুল অ্যান্ড কলেজের ১০-১২ জন শিক্ষার্থী। এদের মধ্যে গুরুতর আহত ৪-৫ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
_1653984417.gif)
প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলের পাশেই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় আমরা শিক্ষার্থীদের ক্লাসরুমে ঢুকিয়ে ফেলি। কিন্তু শ্রেণিকক্ষের বাইরে ছিল এমন ১০-২০ শিক্ষার্থী আহত হয়েছে। টিয়ারশেলের ধোঁয়ায় তাদের প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলে ৪-৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত