নামাজে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে আহত যুবক

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ১২:০৫ |  আপডেট  : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫

রাতে শবেবরাতের নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হয় শিহাব নামে (২৩) এক যুবক,পথিমধ্যে দুর্বৃত্তের গুলিতে আহত ওই যুবক।
 
গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (দারগাচাল মসজিদ মোড়) এলাকার নজরুল ইসলামের ছেলে শিহাব। তিনি শ্রীপুর উপজেলার একজন ছাত্রলীগ কর্মী। শুক্রবার (১৮ মার্চ) রাত ৮টায় পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (দারগাচাল মসজিদ মোড়) এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, শিহাব রাতে শবেবরাতের নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হয়। পূর্ব থেকে কয়েকজন যুবক মসজিদ মোড়ে অবস্থান নেয়। তাদের ৭/৮ জনের সকলেই হেলমেট পরা অবস্থায় ৪/৫ টি মোটর বাইকের উপর বসা ছিল। শিহাব বাসা থেকে বের হওয়া মাত্রই তারা শিহাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলিটি শিহাবের বাম বুকের নিচে বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বের হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তেরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাওনা আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মযমনসিংহ মেডকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিহাবের পরিবারের লোক জন জানান, গুলিবিদ্ধ শিহাব আহত অবস্থায় হাসপাতালে আল-আমীন, রুবেল, ইমরান, সাদাত ও মোবারকের নাম বলেছে। তাদের মধ্যে ইমরান একাধিক মাদক মামলার আসামী এবং গত দুইদিন আগে মাদক মামলায় জেল থেকে জামিনে ছাড়া পায়। আকবর হোসেনের ছেলে রুবেল অস্ত্র মামলার আসামী বলে স্থানীয়রা জানান।      

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে হামলাকারীদের নাম সংগ্রহ করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত