নাফ নদী সীমান্তে অস্ত্রসহ ছয় রোহিঙ্গা ডাকাতকে আটক
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৩, ১৬:২৪ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০২:১৪
কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্রসহ ছয় রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. মহিউদ্দিন জামান, সোমবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী খড়েরদ্বীপ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উখিয়া উপজেলার থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হোসেন আহমদের ছেলে মোহাম্মদ ইব্রাহিম (২৩), একই ক্যাম্পের সুলতান আহমেদের ছেলে মোহাম্মদ আরিফ (৩৩), নূর হাকিমের ছেলে মো. মাহমুদুর রহমান (১৮), বালুখালী ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আহমেদের ছেলে মো. নবী হোসেন (২৮), টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আমিন (৩৩) ও একই ক্যাম্পের মোহাম্মদ হাশেমের ছেলে মোহাম্মদ কানিজ (২৪)।
মহিউদ্দিন বলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় সংঘবদ্ধ ডাকাতদল মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। এ সময় ডাকাতরা টের পেয়ে টেকনাফের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তখন ধাওয়া দিলে তাদের বহনকারী ট্রলারটি নাফ নদীর রঙ্গীখালী এলাকার খড়েরদ্বীপ এলাকায় ডাকাতদের নামিয়ে দিয়ে মিয়ানমার দিকে ঢুকে পড়ে। পরে কোস্টগার্ডের আরেকটি দল ঘটনাস্থলে পৌঁছে দ্বীপটি ঘিরে ফেলে। এ সময় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে দ্বীপের বনের ভেতর থেকে ছয় ডাকাতকে আটক করে।
দ্বীপটিতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশী পিস্তল, ১২টি দেশীয় বন্দুক, ৪টি ম্যাগাজিন, ৪৫০টি গুলি, ৩৬টি গুলির খোসা, ৪টি রামদা, ২০ হাজার ইয়াবা, ২১ বোতল বিদেশি মদ, ৫৫১ ক্যান বিয়ার, ডাকাতির কাজে ব্যবহৃত সেনাবাহিনীর সাত সেট পোশাক, ১টি হ্যান্ডকাফ, ১টি ল্যান্ডফোন ও ৪টি মোবাইল ফোন সেট উদ্ধারের খবর জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।
তিনি বলেন, নাফ নদীর খড়ের দ্বীপটি মূল-ভূখণ্ড থেকে জনশূন্য এলাকায় অবস্থানের কারণে সংঘবদ্ধ অপরাধী চক্রটি দীর্ঘদিন ধরে সেখানে ডাকাতি, মাদকপাচার, অস্ত্রপাচার ও মানবপাচারসহ নানা অপরাধ সংঘঠন করে আসছিলো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত