নানা ভাইয়া

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ১৪:০০ |  আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ১৮:৩৫

মোঃ তাইফুর রহমান
--------------------------


আজকে নানা হাটে যাব
আমায় নিয়ে চলো
অনেক অনেক মজা হবে
কখন যাবে বলো?

ইলিশ- বোয়াল আনব কিনে
যাব আমি হাটে
 চলো নানা যাব দুজন
নৌকা বাঁধা ঘাটে।

আম- আনারস আনব কিনে
চলো তাড়াতাড়ি
নানীর জন্য শাড়ি কিনে
ফিরব আবার বাড়ি।

শুনছে নানা এসব কথা
 মনোযোগী হয়ে
নানার মুখটা কালো হঠাৎ
পরাণ কাঁপে ভয়ে।

ক্ষণিক পরে পাইনা তাকে
খুঁজতে আমি থাকি
কিপটে নানা পালিয়েছে
আমায় দিল ফাঁকি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত