নন্দীগ্রাম থানা পুলিশের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ২০:৩৫ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৭:৫৩

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় থানা চত্বরে থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান। এ দোয়া ও ইফতার মাহফিলে গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত