নন্দীগ্রামে ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৬ জুলাই ২০২১, ১৬:৪০ |  আপডেট  : ৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৭

করোনা পরিস্থিতিতে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার উদ্যোগে ৯ টি ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত সোমবার (৫ জুলাই) সকাল ৯ টায় নন্দীগ্রাম পৌরসভা চত্বরে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান। নন্দীগ্রাম পৌরসভার রাজস্ব তহবিল হতে ক্রয়কৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল ও আলু। 

নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান জানান, সরকার ঘোষিত লকডাউন সফল করতে নন্দীগ্রাম পৌর এলাকার দিনমজুর, হতদরিদ্র ও মধ্যবৃত্তসহ সকল মানুষ ঘরে বসে সরকারি নির্দেশনা মেনে চলছে। এ সকল মানুষের প্রতিদিনের আয় দিয়ে সংসার চালাতে হয়। এ বিষয় বিবেচনা করে ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত