নন্দীগ্রামে ২৪ ঘন্টায় ৪টি মোটরসাইকেল চুরি

  নাজমুল হুদা

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১৫:৫০ |  আপডেট  : ১৬ এপ্রিল ২০২৪, ১৯:৪০

বগুড়ার নন্দীগ্রামে মাঝে মধ্যেই মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেই চলছে। প্রকাশ্যে দিবালোকে মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছে মোটরসাইকেল মালিকরা। গত বৃহস্পতি ও শুক্রবার ২৪ ঘন্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪টি মোটরসাইকেল চুরি হয়ে যায়। জানা গেছে, নন্দীগ্রাম উপজেলায় শুক্রবার ১দিনে ৩টি মোটরসাইকেল চুরি হয়। সকালে উপজেলার রণবাঘা কালীতলা থেকে ডিসকভার ১২৫ সিসির মোটরসাইকেল রেখে বাজার করতে যায় আব্দুল হান্নান নামে এক ব্যক্তি। কিছুক্ষণ পর এসে দেখে তার মোটরসাইকেলটি আর সেখানে নেই। একইদিন ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক গোলাপ সিটি ১০০ সিসির মোটরসাইকেলটি ওমরপুর হাটে রেখে বাজার করতে যায়। পরে ফিরে এসে দেখে সেখানে তাঁর মোটরসাইকেলটি নেই।

এছাড়াও সন্ধ্যায় উপজেলার ভাটগ্রাম ইসলামী জালসা থেকে জেল হোসেন নামে এক ব্যক্তির ডিসকভার ১২৫ সিসির মোটরসাইকেল চুরি হয়ে যায়। এর আগে বৃহস্পতিবার উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর বাজার থেকে তাইজুল ইসলাম নামে এক ব্যক্তির সিটি ১০০ সিসির মোটরসাইকেল চুরি হয়ে যায়। এদিকে চুরি হওয়া মোটরসাইকেল মালিকরা থানায় জিডি/অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছে না বলে দাবি ক্ষতিগ্রস্থদের। এছাড়া সিসি টিভির ফুটেজে চোর সনাক্ত হলেও চুরি হওয়া কোনো মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি পুলিশ। স্থানীয়দের দাবি, অধিকাংশ মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে প্রকাশ্যে দিবালোকে। অতিপ্রয়োজনীয় ও শখের মোটরসাইকেল চুরি হওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা। চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত