নন্দীগ্রামে রথযাত্রা মহোৎসব উদযাপন 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২ জুলাই ২০২২, ০৯:৪৪ |  আপডেট  : ২ মে ২০২৪, ০১:২৪

  বগুড়ার নন্দীগ্রামে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উদযাপন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার (১ জুলাই) বিকেলে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের হাটুয়া সর্বজনীন শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত। সেসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য পরিমল চন্দ্র সরকার, নুপুর কুমার সরকার ও প্রভাষক সবুজ কুমার সরকার প্রমুখ। এরপূর্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত উপজেলার ভাটরা ইউনিয়নের ছোটকি  গ্রামে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উদ্বোধন করেন। 

উপজেলার বিভিন্ন গ্রামে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। এছাড়াও বেলা ১১ টায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত ভাটরা ইউনিয়নের ছোটকি  বারোয়ারী দুর্গা মন্দিরের ভিত্তিস্থাপন করেন। সেসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, সাবেক ইউপি সদস্য উত্তম কুমার, সমাজসেবক শিশির কুমার সরকার কান্তি, সুকুমার রায়, সাগর কুমার সরকার ও অসিম কুমার সরকার প্রমুখ।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত