নন্দীগ্রামে যুবলীগ নেতার উদ্যোগে একদিনের চক্ষু শিবির অনুষ্ঠিত
প্রকাশ: ৩১ মে ২০২২, ১৫:৪৫ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১৬:১৫
বগুড়ার নন্দীগ্রামে একদিনের চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্তের উদ্যোগে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল বেতগাড়ী বগুড়ার সহযোগিতায় মঙ্গলবার (৩১ মে) সকাল ১০ টায় উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একদিনের চক্ষু শিবির উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।
সেসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন, জেলা যুবলীগ নেতা এনামুল হক মনির, উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুস সালাম, এমআর জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সুমন ও ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন কুমার চৌহান প্রমুখ। এ চক্ষু শিবিরে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল বেতগাড়ী বগুড়া কর্তৃক চক্ষু চিকিৎসা এবং ছানি রোগী বাছাই করা হয়। চিকিৎসা প্রদান করেন ডা. রায়হান রাব্বী ও তার সহযোগিরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত