নন্দীগ্রামে যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ০১:৩৮
বগুড়ার নন্দীগ্রামে যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৭তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ত্রিমোহনী বাজারে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
থালতা মাঝগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি বৈদ্যনাথ মহন্তের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সেকেন্দার আলী, জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনামুল হক মনির, উপজেলা যুবলীগের সহসভাপতি এমআর জামান রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রয়েল প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত