নন্দীগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ: ২ এপ্রিল ২০২৩, ২১:৪৫ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ০৩:৩৮
বগুড়ার নন্দীগ্রামে আবু তাহের নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আবু তাহের (২০) নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের বাদশা মিয়ার ছেলে।
রবিবার (২ এপ্রিল) সকালে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তাহের ২ মাস পূর্বে বিয়ে করে। বাড়িতে তার শ্যালিকা আসায় সেহেরির পর স্ত্রী ও শ্যালিকা এক ঘরে ঘুমালে আবু তাহের অন্য ঘরে ঘুমাতে যায়।
সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে কাজের লোক তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ দেখে সে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে থানা পুলিশকে খবর দিলে থানার এসআই চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গিয়ে আবু তাহেরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত