নন্দীগ্রামে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ: ২২ মে ২০২১, ১৯:১৪ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:০৭
বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২২ মে বিকেল ৩ টায় ওমরপুর বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের উপজেলা শাখার আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদ আলীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল আলম ছবি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা গামা, আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা তুহিন ফকির, আনিছুর রহমান ও অচিন্ত কিশোর চক্রবর্তী প্রমুখ। পরে প্রতিষ্ঠাবার্যিকীর কেক কর্তন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত