নন্দীগ্রামে বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৬:১০ | আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ২২:১১

বগুড়ার নন্দীগ্রামে ইঁদূর মারার বিষ খেয়ে প্রতিমা রাণী (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে নন্দীগ্রাম উপজেলার ১নম্বর বুড়ইল ইউনিয়নের হাজারকি গ্রামে। প্রতিমা রাণী হাজারকি গ্রামের সুকুমার চন্দ্রের স্ত্রী।
জানা গেছে, বুধবার দুপুরে সবার অজান্তে শয়ন ঘরে ইঁদূর মারার বিষ খেয়ে ছটফট করতেছিলো। পরে পরে পরিবারের সদস্যরা বুঝতে পারে। এরপর প্রতিমা রাণীকে উদ্ধার করে তার স্বামী মোটরসাইকেল যোগে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। বৃহস্পতিবার মরদেহের ময়না তদন্ত শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত