নন্দীগ্রামে বিজয় দিবসে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে একজন ছুরিকাহত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ১৩:৫৩ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ২২:৫৬

বগুড়ার নন্দীগ্রামে বিজয় দিবসে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে একজন ছুরিকাহত ও ৮টি মোটরসাইকেল ভাঙচুর করার ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টারদিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে আহত হয়েছে উপজেলার বুড়ইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সোহাগ হোসেন (২৬)। তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা বলেন, আমরা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে পৌর আওয়ামী লীগের অফিসে যাওয়ার পথে পিছন থেকে বিএনপির চিহ্নিত বিভিন্ন মামলার আসামিরা আমাদের উপর হামলা করে। এতে আমাদের ৭-৮জন নেতাকর্মী আহত হয়। 

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল রউফ রুবেল বলেন, মাননীয় সংসদ সদস্যসহ বিএনপির সকল নেতাকর্মীরা নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে এসে বাসস্ট্যান্ডে একটি হোটেলে নাস্তা করতেছিলো। সেসময় আওয়ামী লীগের অতিউৎসায়ী কিছু লোক আমাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে থেকে একজন আমাদের যুবদল নেতাকে ছুরিকাঘাত করে। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও আমাদের  আমাদের ১০-১২ জনকে মারপিটসহ ১০টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। 

থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আমরা পরে সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে দিয়েছি। এ ব্যাপারে থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত