নন্দীগ্রামে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ১৯:৫১ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০৩:৫৬
বগুড়ার নন্দীগ্রামে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদের আয়োজনে কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউল হক। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদত হোসেন, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, ছাত্র রাফিউল ইসলাম আকাশ ও ছাত্রী খাদিজা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নাছরিন সুলতানা। উক্ত সমাবেশে ভাটরা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত