নন্দীগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ১৯:৫০ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৩:২২
বগুড়ার নন্দীগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ জুলাই) বিকেলে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। সেসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম ও প্রধান শিক্ষক আলী আজম প্রমুখ। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চৌদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে দাসগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে। অপরদিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ধুন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে চৌদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করেছে। পরে পুরস্কার বিতরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত