নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় শিশু দিবস পালিত
প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ১৫:৩৪ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০৩:১৮
‘বঙ্গবন্ধুর জন্মদিনে অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার’ এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১৭ মার্চ) বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। বেলা পৌনে ১১ টায় একটি আনন্দ র্যালি বের হয়। বেলা ১১ টায় উপজেলা মুক্তমে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কর্তন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, থানার অফিসার ইনচার্জ হাসান আলী, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, মোরশেদুল বারী, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমুখ। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠাটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত