নন্দীগ্রামে দই-মিষ্টির দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৭:৫৮ | আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৬:০৭

বগুড়ার নন্দীগ্রামে দই-মিষ্টির দোকানে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি বাজারে ভাই বোন মিষ্টান্ন ভাণ্ডার নামে দই-মিষ্টির দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি উৎপাদনের অপরাধে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দোকান মালিক বীরপলি গ্রামের মোবারক হোসেনের ছেলে লুৎফর রহমান (৫৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (৩৮) ধারায় তিন হাজার টাকা জরিমানা করেছে।
এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু। তিনি বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে আইন জেনে এবং মেনে ব্যবসা করতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত