নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত

  নাজমুল হুদা

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৫২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদ্রাসা সভাকক্ষে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নন্দীগ্রাম উপজেলা শাখার আমীর আনোয়ারুল হকের সভাপতিত্বে ও কর্মপরিষদের সদস্য শেখ সাদীর সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পশ্চিম জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও বগুড়া পশ্চিম জেলা শাখার সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম রাজু, বগুড়া পশ্চিম জেলা শাখার কর্মপরিষদের সদস্য মতিউর রহমান। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, জামায়াত নেতা মাওলানা রুহুল আমিন, একরামুর রেজা টুকু, আব্দুর রহমান, গোলাম রাব্বানী, আব্দুল মালেক, ফজলুল হক, হাবিবুর রহমান, জাহিদুল ইসলাম, আব্দুস সাত্তার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বোরহান উদ্দিন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আমিনুল ইসলাম মোমিন ও সেক্রেটারী মুনিরুল ইসলাম মুনির প্রমুখ। 

উক্ত সম্মেলনে বক্তারা রুকনদের মানোন্নয়ন, ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা, নফল ইবাদাত ও সমাজসেবামূলক কার্যক্রম বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত