নন্দীগ্রামে চোরাই গরুসহ একজন গ্রেপ্তার

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৮:২৬ |  আপডেট  : ১৪ অক্টোবর ২০২৫, ০৫:০৯

বগুড়ার নন্দীগ্রামে চোরাই গরুসহ একজনকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। গত শনিবার (২৭ জুলাই) দিবাগত রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দেওতা গ্রামের লাল মিয়া ও তার শ্যালক আব্দুস সামাদের ৫টি গরু গোয়াল ঘর থেকে চুরি হয়ে যায়। 

এরপর তারা দিশেহারা হয়ে পড়ে। পরদিন তাদের চুরি হয়ে যাওয়া গরুগুলো উদ্ধারের জন্য নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ হাতে পেয়েই মাঠে নামে নন্দীগ্রাম থানা পুলিশ। অবশেষে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার (২৯ জুলাই) অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি গরুর হাট থেকে একটি চোরাই গরু উদ্ধারসহ সাবু মিয়া (৫০) নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃত সাবু মিয়া জয়পুরহাট সদর উপজেলার কুশলিয়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। 

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম বলেন, গরু চুরির বিষয়ে অভিযোগ পেয়ে থানার একটি চৌকস টিম নিয়ে অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি গরুর হাট থেকে চোরাই গরু উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। তারপর গরু চুরির অপরাধে থানায় দায়েরকৃত মামলায় আসামি সাবু মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি গরুগুলো উদ্ধারের জন্য অভিযান চলমান আছে। আর উদ্ধার হওয়া গরুটি তার মালিকের নিকট হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত