নন্দীগ্রামে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশ: ২ মার্চ ২০২২, ১৯:০৯ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:০৭
বগুড়ার নন্দীগ্রামে স্বামীর প্রতি অভিমানে মুনিরা খাতুন ময়ূরী (২০) নামে এক গৃহবধূ ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের কুস্তা গ্রামে। সে কুস্তা গ্রামের দুলাল হোসেনের স্ত্রী। স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরধরে অভিমানে ওই গৃহবধূ মঙ্গলবার বেলা দেড়টা হতে আড়াইটার মধ্যে যেকোনো সময় শয়নঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হলে থানা পুলিশ মুনিরা খাতুন ময়ূরীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ হাসান আলী এ তথ্য নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত