নন্দীগ্রামে গলায় দড়ি দিয়ে এক যুবকের আত্মহত্যা

  নাজমুল হুদা

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ১৫:৫৪ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০৮:২৫

বগুড়ার নন্দীগ্রামে গলায় দড়ি দিয়ে সুজিত কুমার সরকার (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ছোট কঞ্চি গ্রামের সুদেব কুমার সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে তাঁর পিতা সুদেব কুমার সরকার সুজিত কুমার সরকারকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পায় না। পরে দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে দেখে তাঁর ছেলে সুজিত কুমার সরকার শয়ন ঘরে তীরের সাথে দড়িতে ঝুলে আছে। এরপর বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত