নন্দীগ্রামে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে ওয়েল্ডিং কর্মচারী নিহত

  নাজমুল হুদা, বগুড়া

প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৩, ১৫:১২ |  আপডেট  : ১ জুন ২০২৪, ১৭:১৯

বগুড়ার নন্দীগ্রামে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে হেলাল উদ্দিন (২৮) নামে এক ওয়েল্ডিং কর্মচারী নিহত হয়েছে। জানা গেছে, গত রবিবার বিকেল আনুমানিক ৫টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকার জাহাঙ্গীর ওয়েল্ডিং ওয়ার্কশপের কর্মচারী হেলাল উদ্দিন হ্যান্ডমেশিন দিয়ে কেমিক্যাল ড্রাম কাটার সময় এ বিস্ফোরণ ঘটে। এতে সে গুরুতর আহত হয়। তখন স্থানীয়রা তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু ঘটে। নিহত হেলাল উদ্দিন উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল জোব্বার এ তথ্য নিশ্চিত করেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত