নন্দীগ্রামে আবারো মুদির দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৯:১৯ | আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১৫:৩০

বগুড়ার নন্দীগ্রামে আবারো মুদির দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজারের রুহুল ট্রেডার্সে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার না করার অপরাধে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর (১৪) ধারায় রুহুল ট্রেডার্সের স্বত্বাধিকারী রুহুল আমিন (৩৩) কে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। সে বুড়ইল ইউনিয়নের আপুছাগাড়ি গ্রামের শাহাজাহান আলীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু। এ বিষয়ে তিনি বলেন, প্রত্যেক দোকান মালিককে আইন মেনে ব্যবসা করতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, এর আগেও আইন অমান্য করায় কয়েকটি মুদির দোকানে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জরিমানা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত