নওগাঁয় আভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৬ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ১৬:০৪
বাস শ্রমিক ও অটোরিকশা চালকের দ্বন্দ্বের জেরে নওগাঁয় বাস চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকেই জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা।
জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গতকাল মঙ্গলবার বিকেলে বালুডাঙ্গা টার্মিনালে বাস শ্রমিকের একজনকে মারধর করে অটোরিকশাচালকরা। এর জের ধরে আজ বুধবার সকাল থেকে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে বাস শ্রমিক সমিতি ও অটোরিকশা চালকের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে সিদ্ধান্ত জানা যাবে বাস চলবে কি না৷ আপাতত বাস চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে অটোরিকশাচালকদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তাদের বক্তব্য পাওয়া যায়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত