দেশের সাধারণ মানুষের কষ্টের কথা ভাবেন প্রধানমন্ত্রী: বাণিজ্যমন্ত্রী 

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ১৮:৫০ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৫:৫১

জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের কষ্টের কথা ভাবেন বলেই এক কোটি মানুষ কে টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে তেল, চিনি, মসুর ডাল প্রদান করা হচ্ছে। এক কোটি পরিবারে যদি পাঁচ জন করে সদস্য থাকে তাহলে পাঁচ কোটি মানুষ টিসিবির পণ্যর সুবিধার আওতায় এসেছে। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন তিনি যেন দীর্ঘজীবি হন আপনাদের সেবা করতে পারেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বৃহস্পতিবার কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য (চিনি, মশুর ডাল, সয়াবিন তেল) ভূর্তকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট বিক্রয় কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উদ্ধোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি এসব কথা বলেন। 

রংপুরের জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীন এর সভাপতিত্বে টিসিবির পণ্য বিক্রিয় কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোরুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। বক্তব্য রাখেন বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনছার আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল জলিল প্রমূখ। এছারা বানিজ্যমন্ত্রী সকালে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অপন করেন এবং বিকালে ছাত্রলীগ ও কৃষকরীগের সম্মেলনে যোগদান করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত