দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থাই হোক আজকের শোকসভার অঙ্গীকার : সমাজবাদী ছাত্রজোট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৪, ২০:০৯ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ২১:৫২

অদ্য ৩১ মে শুক্রবার বিকেল ৪ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমাজবাদী ছাত্রজোটের কেন্দ্রীয় নেতা প্রয়াত কমরেড রাশেদ চৌধুরীর স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমাজবাদী ছাত্রজোটের সাবেক সাধারণ সম্পাদক ও সমাজবাদী দলের কেন্দ্রীয় সদস্য কমরেড তাহমিদুল হক মুক্তি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদেক হোসেন স্বপন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবাদী দলের আহ্বায়ক অধ্যাপক ইসমত ইনামুল হক, উপস্থিত ছিলেন দলীয় মুখপাত্র ও অন্যতম কেন্দ্রীয় সদস্য রেজাউল ইসলাম।ছাত্রজোটের সাবেক সভাপতি আবু সুফিয়ান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন হোসেন শহীদ মজনু, মাসুম উদ্দিন,আল রাজী, মাহমুদ হাসান, তহশীনুল হক লেনীন, আজাদ, আর কে পরশ সহ সমাজবাদী ছাত্রজোট ও সমাজবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।

সভায় কমরেড রাশেদ চৌধুরীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তিনি বিরল অসুড়ঃৎড়ঢ়যরপ খধঃবৎধষ ঝপষবৎড়ংরং (অখঝ) রোগে আক্রান্ত ছিলেন।

শোক সভায় বক্তারা বলেন, আজকের বাংলাদেশের সংকট পুঁজিবাদী রাজনীতির সংকট। এই সংকট থেকে উত্তরণের জন্য সমাজ ও রাষ্ট্র কাঠামো পরিবর্তনের আন্দোলনই একমাত্র পথ। শোষণ, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থাই হোক আজকের শোকসভার অঙ্গীকার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত