দুর্গাপুর পৌরসভায় উপনির্বাচনে ভোট ভোট গ্রহণ শুরু হয়েছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ১১:২৭ |  আপডেট  : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৮:২৯

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সকালে ঘন কুয়াশার জন্য ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা  বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ে ভোটারের।

পৌরসভার এই উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা আব্দুস সালাম নৌকা প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আব্দুল মান্নান হাতপাখা এবং স্বতন্ত্র প্রার্থী শুভেন্দু সরকার পিন্টু নারিকেল গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, নয়টি ওয়ার্ডে ৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ২০ হাজার ৭৮১ জন ভোটার ভোট দেবেন। তাদের মধ্যে পুরুষ ১০ হাজার ৬৬ এবং নারী ১০ হাজার ৭১৫ জন।

নির্বাচন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ।

গত ১৮ অক্টোবর এই পৌরসভায় আলাউদ্দিন আলাল মারা যাওয়ার পর মেয়রের এই পদটিতে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত