দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ১১:৩০ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০০:১১

টাঙ্গাইলের ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল জলিল (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোরে উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত আব্দুল জলিল ঢাকার মিরপুরের আজবার আলীর ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের চালক ছিলেন।


এসআই সাজ্জাদ হোসেন জানান, টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটাস্থলেই সিমেন্টভর্তি ট্রাকের চালক আব্দুল জলিল নিহত হন। এ ঘটনায় উভয় ট্রাকের আরও চার জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত