দাবা অলিম্পিয়াডে ব্রাজিলের বিরুদ্ধে ড্র করে উঠলো বাংলাদেশ
প্রকাশ: ২ আগস্ট ২০২২, ১০:১০ | আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৭:৫২
আন্তর্জাতিক দাবা ফেডারেশন আয়োজিত (ফিদে) অলিম্পিয়াডে ব্রাজিলকে রুখে দিয়েছে বাংলাদেশ। ৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডের চতুর্থ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল ২-২ গেম পয়েন্টে ২৮ সিডেড ব্রাজিলের সঙ্গে ড্র করেছে।
সোমবার (১ আগস্ট) ভারতের চেন্নাইয়ের মহাবালিপুরামে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় বাংলাদেশ দলের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ব্রাজিলের গ্র্যান্ডমাস্টার ফিয়ার আলেকজান্ডারকে ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ একই দলের গ্র্যান্ডমাস্টার লিমা ডারসিকে হারান।
বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যথাক্রমে ব্রাজিলের গ্র্যান্ডমাস্টার সুপি লুইস পাওলো ও গ্র্যান্ড মাস্টার মেখিতারিয়ান ক্রিকোর সেভেগের কাছে হেরে যান।
ওপেন বিভাগে বাংলাদেশ দল চার খেলায় ৫ পয়েন্ট নিয়ে ৬০তম স্থানে রয়েছে। স্বাগতিক ভারত ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে।
অপর দিকে মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দল ০-৪ গেম পয়েন্টে ইন্দোনেশিয়ার কাছে হেরে গেছে। মহিলা দল ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ৬২তম স্থানে রয়েছে। আজারবাইজান ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে।
মঙ্গলবার পঞ্চম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ আলবেনিয়ার বিরুদ্ধে এবং মহিলা বিভাগে জ্যামাইকার বিপক্ষে খেলবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত