দশানী আদর্শ বিদ্যালয়ের অভিভাবক ও মা সমাবেশ অনুিষ্ঠত

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৩ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ০৮:১৮

দশানী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কতৃক আয়োজিত অভিভাবক ও মা সমাবেশ অনুিষ্ঠত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয়ের অডিটরিয়ামে এ সমাবেশে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে মিজান হিরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশানী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিলালী খাতুন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খান আবু বক্কর। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা অভিভাবকদের নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

এসময় প্রধান অতিথি বলেন, দেশের তুলনামূলক ভাবে শিক্ষার হার বাড়ছে। শিক্ষা বান্ধব সরকার কোমলমতি ছাত্রদের সবই দিচ্ছে। তিনি আরো বলেন, আপনারা মা-রাই জাতির অহংকার, কারণ আপনারাই পারেন আপনার সন্তানের ভালো ভবিষ্যৎ গড়তে। তিনি স্বাস্থ্য বিষয়ে অভিভাবকদের বিভিন্ন পরামর্শ দেন।অনুষ্ঠানে পাচ শতাধিক অভিভাবক-শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত