দক্ষিণ কোরিয়া সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২২, ১০:৩৪ |  আপডেট  : ২ মে ২০২৪, ০৪:১৭

দক্ষিণ কোরিয়া সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার তাকে পিয়েংতায়েকের ওশান বিমানঘাঁটিতে অভ্যর্থনা জানান কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পার্ক জিন। 

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও জাপানের রাজধানী টোকিওতে আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছেন নিরাপত্তাবিষয়ক কৌশলগত জোট কোয়াডের নেতারা।

চীনের বিস্তার ঠেকাতে জাপান, ভারত, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র মিলে কোয়াড গঠন করে। কিন্তু জোটভুক্ত সকল দেশ ইউক্রেনে হামলার বিষয়ে জোটটি ঐকবদ্ধ থাকতে পারেনি।

ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়াকে কোনো সমালোচনা করেনি, কোনো নিষেধাজ্ঞাও আরোপ করেনি জোটের একমাত্র দেশ ভারত। উপরন্তু দেশটি রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে।

এদিকে প্রথমবারের মতো এশিয়া সফরে বাইডেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করবেন। সূত্র বলছে, আঞ্চলিক স্থিতিশীলতা উপেক্ষা করায় চীনের বিরুদ্ধে এই দুই নেতা যৌথ বিবৃতি দেবেন বলেও ধারণা করা হচ্ছে। 

সূত্র: আল জাজিরা, সিএনএন

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত