দক্ষিণ কোরিয়ায় আমেরিকার যুদ্ধবিমান বিধ্বস্ত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৬ |  আপডেট  : ২২ মে ২০২৪, ০১:৩৪

প্রতীকী ছবি

দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ মহড়া চলাকালে আমেরিকার একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটির নাম এফ-১৬। আজ সোমবার এ দুর্ঘটনা ঘটে। তবে যুদ্ধবিমানটি থেকে পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স বলেছে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ১৭৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গুনসানের একটি বিমান ঘাঁটি থেকে যুদ্ধবিমানটি উড়েছিল। পরে সেটি পিত সাগরে বিধ্বস্ত হয়।

রয়টার্স আরও জানিয়েছে, দুর্ঘটনার আগেই পাইলট জরুরি বর্হিগমনের মাধ্যমে বাইরে বের হয়ে আসেন। পরে তাঁকে উদ্ধার করা হয়।

আমেরিকার যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া নতুন কোনো ঘটনা নয়। এর আগে গত মে মাসে আরেকটি এফ–১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সেটিও বিধ্বস্ত হয়েছে প্রশিক্ষণের মহড়া চলাকালে। এ ছাড়া গত বছরের নভেম্বরে জাপানের ইয়াকুশিমা দ্বীপের উপকূলে একটি আমেরিকার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। সেই দুর্ঘটনায় ৬ মার্কিন সেনা নিহত হয়েছিলেন।

কাআ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত