তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড পেয়েছেন মিথিলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ১০:৫১ |  আপডেট  : ২ মে ২০২৪, ২২:১৫

৯ থেকে ১১ ডিসেম্বর ভারতের হায়দরাবাদের প্রসাদ প্রিভিউ হলে বসেছিল ‘তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২’-এর (টিবিএফএফ) আসর। উৎসবে কলকাতার ‘মায়া’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে পুরস্কার জিতেছেন বাংলাদেশের মেয়ে মিথিলা। পাশাপাশি দুই বাংলায় অভিনয়ের অবদানের জন্য ওই উৎসবে ‘মৈত্রী অ্যাওয়ার্ড’ও  দেওয়া হয় তাঁকে। উৎসবের শেষ দিন ১১ ডিসেম্বর মিথিলার হাতে পুরস্কার দুটি তুলে দেওয়া হয়।

প্রথম দেশের বাইরের কোনো ছবিতে অভিনয় করে এমন সম্মান অর্জন করলেন মিথিলা। তিনি বলেন, ‘এটি আমার জন্য আনন্দের। কলকাতার বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছি। ছবিগুলো এখনো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তার আগে “মায়া” ছবি থেকে পুরস্কার পেলাম। খুবই ভালো লাগছে।’ 

তিনি আরও বলেন, ‘১০ ও ১১ ডিসেম্বর পরপর দুদিন “মায়া” ছবিটি  উৎসবে দেখানো হয়। ছবিটি দেখে দর্শকেরা আমার অভিনয়ের ভীষণ প্রশংসা করেছেন।’
‘মায়া’ ছবিটি পরিচালনা করেছেন রাজর্ষি দেব। উৎসবে ২১টি সিনেমা প্রদর্শিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত