তেতুঁলিয়ায় নবীণ প্রার্থী নিজাম উদ্দীনের কাছে চার প্রবীণ প্রার্থী ধরাশয়ী

  মোঃ কামরুল ইসলাম কামু পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৪, ১৮:৩১ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৩:০১

৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে এক বিস্ময়কর দৃষ্টান্ত সৃষ্টি করেছেন পঞ্চগড়ের তেতুঁলিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে মোঃ নিজাম উদ্দীন খান। তিনি একাই ৩৬৮৪০ ভোট পেয়েছেন। অন্যদিকে এলাকার হেব্বিওয়েট ও প্রবীন প্রার্থী ধরাশয়ী করেছেন। অন্য চার প্রার্থী মিলে পেয়েছেন ৩০৪২২ ভোট।

নির্বাচনের দিন রাত আটটার দিকে ভোটের ফলাফল ঘোষনা করেন সহকারী রিটানিং অফিসার ও তেতুঁলিয়া উপজেলা  নিবার্চন অফিসার শামীম হোসেন। তেতুঁলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন মোট পাঁচজন।

নবনিযুক্ত মোঃ নাজিম উদ্দীন খান ছাড়া অন্যরা হলেন; বর্তমান চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। তার প্রাপ্ত ভোট ৩৩৫৮ প্রতীক আনারস। কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি মোঃ আব্দুল লতিফ তারিন। তার প্রাপ্ত ভোট ৫২৯৪। প্রতীক কাপ পিরিচ। তেতুঁলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আনিছুর রহমান। তার প্রাপ্ত ভোট ৯৯০৪। প্রতীক দোয়াত কলম।

তবে নব নিযুক্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন খানের নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি’র বহিষ্কৃত কর্মী ও শ্রমিকনেতা মোঃ মুক্তারুল হক মুকু  ঘোড়া প্রতীকে নির্বাচন করে ভোট পেয়েছেন ১১৮৮৬ ।

তেতুঁলিয়া নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ভোটার এক লাখ ৫ হাজার ৮১৭ ভোট। ভোট পড়েছে ৬৫% এর উপড়ে। প্রদত্ত ভোটার সংখ্যা ৬৮ হাজার ৫৫৪ ভোট।

তেতুঁলিয়া উপজেলা পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দীন খান একজন ব্যবসায়ি। বয়স ৩২ । বাড়ি উপজেলার তীরনই হাট ইউনিয়নের শংকরপাড়ায়। বাবা মোঃ জয়নাল আবেদীন একজন কৃষক। সেখানকার স্থানীয় সূত্রগুলো জানায়, নিজাম উদ্দীন খানের পরিবারটি আওয়ামীলীগপন্থী। তবে নিজাম উদ্দীন খান নবীন প্রার্থী হৗয়ার বিষয়ে সেখানকার লোকজন বিস্মিত। একজন আওয়ামলীগের সক্রিয় কর্মী ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাম নামপ্রকাশের শর্তে বলেন তার এতো জনপ্রিয়তা কেনা আমারাও খুঁজে পাইনা।

নব নিযুক্ত চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দীন খান বলেন‘ মানুষের ভালোবাসা পেয়েছি। এটা আমাকে কাজ করে তার প্রতিদান দিতে চাই এবং সবাইকে নিয়ে কাজ করতে চাই।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত