তিস্তা নদী রক্ষা আন্দোলন সফল করতে কাউনিয়ায় বিএনপির মিছিল

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১০ |  আপডেট  : ৪ এপ্রিল ২০২৫, ২০:১৭

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ৪৮ ঘণ্টাব্যাপী তিস্তার চরে অবস্থান কর্মসূচি সফল করতে কাউনিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে উপজেলা বিএনপির আহ্বানে মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মিছিল থেকে তিস্তা নদীর ন্যায্য পানির দাবিতে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন ও নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য এ আন্দোলন সর্বস্তরের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। বক্তারা সবাইকে ১৭ ও ১৮ ফেব্রুয়ারির অবস্থান কর্মসূচি সফল করার আহ্ধসঢ়;বান জানান। জাগো বাহে, তিস্তা বাঁচাই! এ শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। উপস্থিত নেতা-কর্মীরা অঙ্গীকার করেন, তিস্তার ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। ​​​​​​​

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত