তিন যুগ পূর্ণ করল দৃষ্টিপাত নাট্যদল

  বিনোদন ডেস্ক:

প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ১৫:৫৪ |  আপডেট  : ১৬ মে ২০২৪, ১১:১২

প্রতিষ্ঠার ৩৬ বছর পেরিয়ে তিন যুগ পূর্ণ করেছে দৃষ্টিপাত নাট্যদল। নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও ধারাবাহিক নাট্য প্রযোজনার জন্য দেশে-বিদেশে সুখ্যাতি রয়েছে দলটির। নাট্যদলটির তিন যুগপূর্তিতে গত ১৮ থেকে ২০ নভেম্বর  বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাট্য উৎসবের আয়োজন করে দলটি।


‘সৃজনে স্বজনে মননে নন্দনে’ স্লোগানে তিন দলের তিন নাটক মঞ্চে আনে দলটি। এগুলো হলো- বাতিঘরের ‘ঊর্ণাজাল’, দৃষ্টিপাতের ‘সে এক স্বপ্নের রাত’ ও ঢাকা থিয়েটার মঞ্চের নাটক ‘বহিপীর’। ১৮ নভেম্বর উৎসবের উদ্বোধনী দিনে ৩৬টি নাট্যদলের ৩৬ জন প্রদীপ প্রজ্বালন করেন। শুভেচ্ছা বক্তব্য-আলোচনা, পরম্পরার পরিবেশনা শেষে বাকার বকুলের রচনা ও নির্দেশনায় বাতিঘরের নাটক ‘ঊর্ণাজাল’ মঞ্চস্থ হয়। দ্বিতীয় দিন ড. খন্দকার তাজমি নূরের রচনা ও নির্দেশনায় দৃষ্টিপাতের নাটক ‘সে এক স্বপ্নের রাত’ এবং তৃতীয় দিন সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা ও আফরিন হুদা তোড়ার নির্দেশনায় ঢাকা থিয়েটার মঞ্চের নাটক ‘বহিপীর’ মঞ্চায়নসহ বেশ কিছু কর্মসূচি অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত