ডিসেম্বরে ফাইনাল খেলা, নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান সেতুমন্ত্রীর
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৭ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ০০:২১
আগামী ডিসেম্বরে ‘ফাইনাল খেলা’ হবে জানিয়ে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই খেলা দেশবিরোধী ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে জানিয়ে তিনি বলেন, এটা মাঠের খেলা নয়, রাজনীতির খেলা।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্যমেলা প্রাঙ্গণে এক সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ তাদের হারাতে পারবে না।
বিএনপি দেশকে ‘অশ্বডিম্ব’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আজকের এই মহাসমুদ্র দেখলে তারা হারিয়ে যাবে। বড় বড় কথা বলে। মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল আরও কত কী। হায়রে জ্বালা, অন্তর্জ্বালা। তোমরা কী দিলা। হাওয়া ভবনের লুটপাট। তোমরা কী দিয়েছ। ঘোড়ার ডিম।’
বিএনপি নেতাদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা মাঝে মাঝে আন্দোলনে গ্যাপ দেয়। তখন ঘরে বসে বসে আনন্দে এয়ার কন্ডিশন রুমে হিন্দি সিরিয়াল দেখে। আর পুলিশের গতিবিধি লক্ষ্য করে। তারা কাপুরুষ নেতা। এক কাপুরুষ নেতা দেশ থেকে পালিয়েছে। তারেক রহমান মুচলেকা দিয়ে পালিয়েছে। সে নাকি বাংলাদেশের নেতা। আন্দোলনের নেতা। এই লুটপাটকারীকে বাংলাদেশের মানুষ মানে?’
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের নেতা কে? তোমাদের প্রধানমন্ত্রী কে? চোরা তারেক। বাংলার মানুষ এই লুটপাটকারীকে কোনো দিন মানেনি, মানবেও না।’
সিয়েরালিয়নে মার্কিন নিষেধাজ্ঞা ও ভিসানীতির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল দেখলাম সিয়েরালিয়নে ভিসানীতি নিষেধাজ্ঞা এসেছে। এই কথা শুনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উল্লাসের ভাব। আরে, সিয়েরালিয়ন যা করেছে সেটা তো তোমরা করেছো। তোমরাই ভুয়া ভোটার বানিয়েছো, মাগুরা নির্বাচন করেছো। আমাদেরকে সিয়েরালিয়নের ভয় দেখিয়ে লাভ নেই। নিষেধাজ্ঞা এলে তোমাদের ওপর আসবে।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত