ডাকাতের গুলিতে পুলিশ সহ আহত চার জন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৫ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:০৬

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ডাকাত দলের সদস্যদের গুলিতে দুই পুলিশসহ চারজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে পাঁচ-ছয়জন সদস্যের ডাকাতদল পৌরগোজা এলাকায় প্রবেশ করে। পরে তারা আজিজ মাস্টারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি চালায়। তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এলে ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়তে থাকে। এতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারেক, কনস্টেবল সিরাজুল, স্থানীয় কাসিন্দা দুলাল সরদার ও ইউসুফ গুলিবিদ্ধ হন। পরে পুলিশসহ স্থানীয়রা ধাওয়া করলে ডাকাত দল সটকে পড়ে।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান , ডাকাতদের স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া দিয়ে প্রতিহত করা হয়েছে। তাদের গুলিতে আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে তদন্ত পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত