ডব্লিউএইচওর ছাড়পত্র পেল কোভোভ্যাক্স
 অনলাইন ডেস্ক
  অনলাইন ডেস্ক
                                    
                                    প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১১:৩৪ | আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১৬:৩৬
 
                                        
                                    বিশ্ব স্বাস্থ্য সংস্থা [ডব্লিউএইচও] সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া [এসআইআই] ও মার্কিন ওষুধ নোভাভ্যাক্সের উৎপাদিত করোনা টিকা কোভোভ্যাক্সকে জরুরি প্রয়োজনে ব্যাবহারের জন্য ছাড়পত্র দিয়েছে।বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের জাতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস।
এক বিবৃতিতে এ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, ‘ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া [ডিসিজিআই] এই টিকাটির মান, নিরাপত্তা, কার্যকারিতা ও (টিকা) প্রস্তুতকারী কোম্পানির টিকা উৎপাদনের পরিবেশ বিষয়ক পর্যালোচনামূলক তথ্য আমাদের দিয়েছে।’
এতে আরও বলা হয়, ‘এসব তথ্য যাচাই-বাছাই করে ডব্লিউএইচওর উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, জরুরি প্রয়োজনে ব্যবহার বিষয়ক ডব্লিউএইচওর ছাড়পত্র পাওয়ার জন্য যেসব শর্ত পূরণ আবশ্যক, সেসব সন্তোষজনক ভাবেই পূরণ করেছে টিকার প্রস্তুতকারী কোম্পানি। এই টিকা ব্যাবহারে ঝুঁকির চেয়ে উপকার অনেক বেশি এবং বিশ্বজুড়ে এটি ব্যবহার করা যেতে পারে।’
এ সংক্রান্ত একটি টুইটবার্তা দিয়েছেন টিকা প্রস্তুতাকারী প্রতিষ্ঠান এসআইআইয়ের শীর্ষ নির্বাহী আদর পুনাওয়ালা। টুইটে তিনি বলেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও একটি মাইলফলক স্পর্ষ করলাম আমরা। ডব্লিউএইচও কোভোভ্যাক্সকে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে।’
তিনি আরও লেখেন, ‘ডব্লিউএইচও এই টিকার নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে সন্তুষ্ট। এই ছাড়পত্র দেওয়ার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি নিয়ে ভারতে উৎপাদিত তৃতীয় টিকার অনুমোদন দিল। এর আগে ভারতের কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকাকে জরুরি প্রয়োজনে ব্যবহার বিষয়ক ছাড়পত্র দিয়েছিল ডব্লিউএইচও।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            