ট্রেনে কাটা পড়ে আদমদীঘিতে স্বাস্থ্য কর্মীর মৃত্যু

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৮ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ২২:৩২

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে সমর কুমার কুন্ড (৫৫) নামের এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।

জানা যায়, শনিবার সকাল ৮ টার সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমির এ·প্রেস ট্রেনে নাটোর স্টেশন প্লাটফর্ম এলাকায় ট্রেনে কাটা পড়ে সমর কুমার কুন্ডু নামের এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়। মৃত সমর কুমার নাটোর সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মী ছিলেন। মৃত সমর কুমার নাটোর জেলার সদর থানার কাপোড়িয়া পট্টি মহল্লাহার মৃত তারকেশ্বর কুন্ডুর ছেলে।

এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত