ট্রেনের সীটের নিচ থেকে ফেনসিডিল-মদ উদ্ধার

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৮ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১১:২২

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ চলন্ত ট্রেনের একটি বগির সিটের নিচ থেকে কাপড়ের ব্যাগে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ফেনসিডিল ও সোয়া ৪ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত মাদক জব্দ তালিকায় দেখানো হয়েছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, গত বুধবার রাত ৮টায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি সোনাতলা স্টেশন অতিক্রম করার সময় ‘ঘ’ নম্বর বগি থেকে টহল পুলিশ উল্লেখিত পরিমাণ মাদক উদ্ধার করে। এর মধ্যে ৩০ বোতল ফেনসিডিল, সোয়া ৪ লিটার চোলাই মদ ছিল। তিনি আরও জানান, ট্রেনের সীটের নিচে থেকে উদ্ধারকৃত ফেনসিডিল ও চোলাই মদগুলো কে নিয়ে আসছিলেন সেটির সন্ধ্যান চালানো হচ্ছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত