ট্রাক মালিক গ্রুপ নির্বাচনে পুনরায় সভাপতি পদে গোলাম রসুল নির্বাচিত

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ১০:২১ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ১০:২৫

মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপ এর দ্বি-বার্ষিক নির্বাচন-২০২১ পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী মোঃ গোলাম রসুল। সোমবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে জেলা ট্রাক মালিক গ্রুপ নির্বাচন বোর্ডের তত্ত্ববাবধায়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। ৩৭৩ জন ভোটারের মধ্যে ৩০১ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। ৩০১ ভোটের মধ্যে আলহাজ্ব মোঃ গোলাম রসুল  ভোট পেয়েছেন ২৬২টি ভোট, তার একমাত্র প্রতিদ্বন্ধী এসকেন্দার আলী পেয়েছেন ৩৭ ভোট এবং  বাতিল হয়েছে ২টি ভোট। প্রাপ্ত ভোটের ফলাফলে সর্বোচ্চ ভোট পাওয়ায় হাজী মোঃ গোলাম রসুলকে বেসরকারিভাবে জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি ঘোষণা করে নির্বাচন বোর্ড। 

মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন-২০২১ মোট ২৭টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়ে ২৮টি। ২৬ টি পদে একক প্রার্থী হওয়ায় ওই পদ গুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিতরা হলেন সাধারণ সম্পাদক পদে বর্তমান সম্পাদক মিজানুর রহমান রানা, সহ-সভাপতি পদে আসাবুল হক, মাহফুজুর রহমান রিটন, হাফিজুর রহমান, আনোয়ার সাদাত খোকন, সহ সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন আহমেদ শহীদ, মুস্তাক আহমেদ বাবু, নুরুজ্জামান। সাংগঠনিক সম্পাদক পদে সোহরাব হোসেন, আশরাফুল হক বাবু। সড়ক সম্পাদক পদে আনিসুর রহমান, আব্দুর রশিদ। ক্রীড়া সম্পাদক পদে ইসরাফিল হোসেন, প্রচার সম্পাদক পদে রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ পদে আমিনুর ইসলাম, কার্যনির্বাহী সদস্য পদের সুমন আলী, মহব্বত হোসেন, তানভির আহমেদ রানা, রফিকুল ইসলাম, মফিজুল ইসলাম, আজিজুল বারী মুকুল, আব্দুল খালেক, মুক্তি মিয়া, জাকারিয়া, আলমিজ হোসেন, সাকি রেজাউল হক। মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের নির্বাচন পরিচালনা করেন জেলা ট্রাক মালিক গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, সদস্য নুরুল আহমেদ ও মাহবুব চান্দু।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত