টেপামধুপুর গরুর হাট বন্ধ করল প্রশাসন, কাউনিয়ায় বিপাকে ক্রেতা-বিক্রেতা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২১, ১৯:৪২ |  আপডেট  : ৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:৫১

সরকারের বেধে দেয়া লকডাউনে গরুর হাট বন্ধের নির্দেশনা না মানায় এবং সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধির বালাই না থাকায় কাউনিয়া উপজেলার ঐতিহ্যবাহি সবচেয়ে বড় গরুর হাট শনিবার বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

সরেজমিনে শনিবার হাটে গিয়ে দেখা গেছে হাটের ইজারাদার সুকৌশলে গরুর হাট বসানোর চেষ্টা করলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশানার (ভুমি) মোঃ মেহেদী হাসান গরুর হাট বন্ধ করে দেন। ইজারাদারকে খোঁজ করলে তাকে খুজে পাওয়া যায় নি। হাট বন্ধ করায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন আবার অনেকে স্বাগত জানিয়েছেন। হাটে গরু বিক্রি করতে আসা অনেকে জানিয়েছেন আমরা অনলাইন বুঝি না, গরু বিক্রি করতে না পারলে আমাদের কি হবে।

গরু নিয়ে আসা পাইকারা জানান, হাট বসতে দিল না, আমাদের গাড়ির ভারা সবই লস, কি করে খাব বুঝে উঠতে পাচ্ছি না। একটি গরুর পিছনে প্রতিদিন খরচ হয় ৫০০ টাকা। প্রশাসন চলে আসার পর জামতলি রোডের দু ধারে গরু রেখে অনেকে বিক্রি করার চেষ্টা করেছেন। কিছু গরু বিক্রিও হয়েছে। অনেক মন্তব্য করে বলেছেন গরুর হাট না বসলে ক্ষুদ্র প্রান্তিক খামারিরা মাঠে মারা যাবে। অনেকে ১টি গরু অনেক আশা নিয়ে পালন করেছে ঈদে বিক্রি করবে, তাদের সে আশা ভেস্তে যাবে। বিষয়টি বিবেচনার দাবী করেছেন অনেকে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত