টঙ্গীবাড়ীর বা‌ঘিয়া বাজার থে‌কে কা‌লিবাড়ী রাস্তার বেহাল দশা

  মোঃ‌লিটন মাহমুদ মুন্সীগঞ্জ

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২২, ১৩:৩৬ |  আপডেট  : ২৫ নভেম্বর ২০২৪, ২১:০০

মুন্সীগঞ্জ জেলার  টঙ্গীবাড়ী  উপজেলার যশলং ইউনিয়নের বা‌ঘিড়া বাজার  থেকে কা‌লিবাড়ীর রাস্তায় বেহালদশা বিরাজ করছে। বছরের পর বছর এ দশা বিরজমান থাকায় গ্রামবাসীরা বিক্ষুব্দ হয়ে উঠেছে। সঠিক পরিকল্পনার অভাবে এখানে এ দশা বিরাজ করছে। এখানে রাস্তা নির্মাণ করা হলেও তা ভেঙ্গে যাচ্ছে।

এই রাস্তা‌টি খুবই ব‌্যাস্ততম  এক‌টি সড়ক  এ‌টি দি‌য়ে উপ‌জেলার  বি‌ভিন্ন  স্হানে প্রতি‌দিন হাজার হাজার জনগন যাতায়ত ক‌রে ।

ভেঙ্গে যাওয়া এই  রাস্তায় মাঝে মধ্যে বালির বস্তা ও বাঁশের কঞ্চি দিয়ে শেষ রক্ষার চেষ্ঠা করা হচ্ছে। কিন্তু তাতেও শেষ রক্ষা হচ্ছে না, এ পথের বেশিরভাগ রাস্তাই খানাখন্দে ভরা। তাতে এ পথে চলাচলকারী পথচারী ও গ্রামবাসীরা মহাবিপাকে রয়েছে। রাস্তার দক্ষ‌িন পাশে একটি খাল রয়েছে। এ খালের কুল ঘেষে রাস্তা তৈরি করা হয়েছে। 

তাতে পানির চাপে ও ঢেউয়ে রাস্তার পাড় ভেঙ্গে যাচ্ছে। এ ধরণের রাস্তা তৈরিতে প্রধানত গাইড ওয়াল নির্মাণ করার বিধান রয়েছে। কিন্তু এখানে তা অনুসরণ করা হচ্ছে না। 

এ রাস্তার বেহাল দশার কারণে নারী ও শিশুরা অসুবিধায় পড়ছে। এছাড়া রোগী নিয়ে যাতায়াতে গ্রামবাসীরা কষ্ট পাচ্ছে। এ বিষয়ে গ্রামবাসীরা সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত