টঙ্গীবাড়ি উপজেলা শাখা'র বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

  মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৪ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ০৪:৩৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টঙ্গীবাড়ি উপজেলা শাখা'র দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং রিপন মল্লিক বাড়ির প্রাণঙ্গে এ আয়োজন করা হয়।
 
টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি আহবায়ক আলী আসগর রিপন মল্লিকের সভাপতিত্বে সঞ্চালনায় করেন, উপজেলার সদস্য সচিব আমির হোসেন দোলন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক এড.আব্দুস সালাম আজাদ।

উদ্বোধন করেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব ও সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান। প্রধান বক্তা ঢাকা বিভাগের বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ সদর উপজেলার বিএনপির আহবায়ক মহিউদ্দিন আহমেদ,  লৌহজং উপজেলার বিএনপির আহবায়ক শাহজাহান খান, মুন্সীগঞ্জ পৌরসভার আহবায়ক এইচ এম ইরাদাত খান, সিরাজদিখান উপজেলার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলার সভাপতি শহিদুল ইসলাম মৃধা, গজারিয়ায় উপজেলার সভাপতি সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ প্রমুখ।

যশলং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খায়রুল কবির,সাধারণ সম্পাদক মো.সাঈদুর রহমান বাবুল। ঢাকা বিভাগের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাল বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলার বিএনপির সদস্য শামীম মোল্লা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত