টঙ্গীবাড়ীতে ৯৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৮ | আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৩:৪৬

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিলসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ১৭ ই ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত ৩ টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় লতিফা বেগম (৪২) নামের ওই নারীর ঘরে অভিযান পরিচালিত হয়। এ সময় তার দেখানো মতে ঘরের আলমারির নিচে দুইটি ব্যাগে লুকানো ৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয় । আটক লতিফা বেগম (৪২) পাইকপাড়া গ্রামের সিদ্দিকুর বেপারীর স্ত্রী।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাত ৩ টার দিকে ওই নারীর বাড়িতে অভিযান চালালে জিজ্ঞাসাবাদে ওই নারী তার নিজ আলমারীর তালা খুলে ফেনসিডিল নিজ হাতে বাহির করিয়া দেয়। মাদক আইনে মামলা দায়ের করে আজ ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত