টঙ্গীবাড়ীতে চক্ষু চিকিৎসা শিবির ২০২৪ অনুষ্ঠিত

  লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৮ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:০২

মু্ন্সীগঞ্জ জেলা টঙ্গীবাড়ী উপজেলার  কে শিমুলিয়া ইউনিয়নের অন্তর্গত শিমুলিয়া গ্ৰামে  ফ্রী চক্ষু চিকিৎসা শিবির ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

২৩শে ফেব্রুয়ারি  রোজ শুক্রবার সকাল ৯ টা থেকে বেলা-২ টা পর্যন্ত পশ্চিম কাঠাদিয়া মালীভিটা মসজিদ সংলগ্ন হাজী মোহাম্মদ একাব্বর আলী শেখের বাড়ীর আঙ্গিনায় প্রাঙ্গণে  ইনার হুইল ক্লাব অফ গ্লেটার ঢাকা ৩২৮, জহিরুল ইসলাম  মেমোরিয়াল ট্রাস্টের  সহযোগিতায় দৃষ্টি আই হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায়  অর্থায়নে ৩০০ শত রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান  কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইনার হুইল ক্লাব অফ গ্লেটার ঢাকা ৩২৮এর সহযোগিতায় চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানটি  কাঠাদিয়া যুব সংঘের  উপদেষ্টা  আব্দুল মান্নানের  সভাপতিত্বে ও কাঠাদিয়া যুব সংঘের সভাপতি মাসুম শেখের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আঃ ওয়াহিদ  । উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ট্রাইনার ইনার হুইল ক্লাব অফ গ্লেটার ঢাকা ৩২৮  আফরোজা বেগম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  এমবিবিএস বিসিএস স্বাস্হ্য  জাহাঙ্গীর আলম,উপ-কর কমিশনার সার্কেল ১৮ কর অঞ্চল ১ চট্টগ্রাম মোহাম্মদ জাকির হোসেন, কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান ,ইনার হুইল ক্লাব অফ গ্লেটার ঢাকা ৩২৮ সদস্য দিপালী ইসলাম  । চক্ষু শিবিরে প্রায় ৩০০ শত উপকারভুগীকে চক্ষু সেবা দেওয়া হয়  এছাড়াও ফ্রি চশমা, চোখের ডফ দেওয়া হয়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত