জয়ে ফিরতে টাইগারদের আসতে পারে দুই পরিবর্তন
প্রকাশ: ৯ আগস্ট ২০২১, ১০:৪৬ | আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৩:২৯
সিরিজের চতুর্থ ম্যাচ হেরে অস্ট্র্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিক বাংলাদেশ। তবে এখন জয় দিয়ে সিরিজ শেষ করতে মুখিয়ে আছে টাইগাররা। আর এ লক্ষ্যে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করার লক্ষ্য নিয়েই আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ টি-২০তে মাঠে নামবে টাইগাররা। অন্য দিকে সিরিজ হারলেও জয় দিয়ে সফর শেষ করতে চাইবে অস্ট্রেলিয়া। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি এবং টি স্পোর্টসে।
প্রথম তিন ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ড্যান ক্রিস্টিয়ানের ব্যাটিং নৈপুন্যের কারণে ৯ উইকেটে ১০৪ রান করেও চতুর্থ ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। ১২তম ওভার শেষে ৬৫ রানে ৬ উইকেট পতনে বিপদেই পড়েছিলো অসিরা। কিন্তু সাকিব আল হাসানের এক ওভারে পাঁচটি ছক্কায় ৩০ রান তুলে অস্ট্রেলিয়াকে জয়ে ভূমিকা রাখেন ক্রিস্টিয়ান।
প্রথম তিন ম্যাচ টানা হারের পর চতুর্থ টি-২০তে চলতি বাংলাদেশ সফরে প্রথম জয় পায় অস্ট্রেলিয়া। তবে জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় টাইগাররা। তবে অস্ট্রেলিয়ার মত দলের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করতে পারাটা বাংলাদেশের স্মরণীয় হয়ে থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওপেনিং জুটিতে টানা ব্যর্থতার পরেও সৌম্য সরকার আর নাঈম শেখে আস্থা রেখেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। পরপর চার ম্যাচে দেওয়া হয়েছে তাদের সুযোগ। তবে নাঈম আশা জাগিয়ে ব্যর্থ হলেও একেবারেই তথৈবচ অবস্থান সৌম্যের। তাই এ ম্যাচে ওপেনিংয়ের পাশপাশি আসতে পারে দুই পরিবর্তন।
সৌম্য বা নাঈমের মধ্যে একজন জায়গা হারাতে পারেন, সেক্ষেত্রে একাদশে দেখা যেতে পারে মোহাম্মদ মিঠুনকে। মন্থর উইকেটে ২ পেসার খেলানো বাংলাদেশ দল শেষ ম্যাচে বিশ্রাম দিতে পারে পেসার শরিফুল ইসলামকে। এতে ভাগ্য সুপ্রসন্ন হতে পারে মোহাম্মদ সাইফউদ্দিনের।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত