জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত লিফলেট বিতরণ ও বাজার তদারকিতে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার
প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ১৯:৫৮ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:৫১
বগুড়া জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত রমজানুল মুবারকের সাহরী ও ইফতারের সময়সূচি লিফলেট বিতরণ এবং ইফতারের বাজার তদারকি করেছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে তিনি নন্দীগ্রাম শহরের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ ও ইফতারের বাজার তদারকি করেন। সেসময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার এবং থানার এসআই তারিকুল ইসলাম।
সেসময় কাউকে কোনো অর্থদণ্ড প্রদান করা হয়নি। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত